গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ-২০২১ নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করেছে। তারই সমন্বিত ধারায় প্রকাশিত হতে যাচ্ছে ‘শতবর্ষে চিরঞ্জীব’ নামের একটি বিশেষ স্মারক সংখ্যা। আগামী ৩১ ডিসেম্বর-২০২১ খৃস্টাব্দ, শুক্রবার, বিকায় ৩.০০ ঘটিকায়, আইকিউএসি অডিটরিয়ামে প্রকাশনাটির মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দেশবরেণ্য লেখক সেলিনা হোসেন। সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মো: গোলাম সামদানী ফকির, উপাচার্য, জিইউবি।