বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা - জাতীয় শোক দিবস, ২০২১ | Green University of Bangladesh

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা – জাতীয় শোক দিবস, ২০২১

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ-দিবস। এই জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর  জীবন ও কর্মের উপর গ্রিন ইউনিভার্সিটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। কুইজের তত্ত্বাবধানে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ সেন্টার। কুইজটি দুইটি রাউন্ডে ১৩ই আগস্ট, ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ১৫ ই আগস্ট, ২০২১ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভায়।
আগ্রহী শিক্ষার্থীবৃন্দকে নিচের লিংকে ১১ই আগস্ট, ২০২১ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া যাচ্ছে। কুইজটি কাহুট ও জুমের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে কুইজটিতে শুধুমাত্র ও একমাত্র গ্রিন ইউনিভার্সিটিতে (সিটি ও পার্মানেন্ট ক্যাম্পাস উভয়টিতেই) অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।
  1. অসমাপ্ত আত্মজীবনী – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

URL for PDF:  https://drive.google.com/file/d/1fkCYjCb6Z6926fzkJdRcTl4zqBGrtqHs/view?usp=sharing

      2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজীবন  রাজনীতি – মোনায়েম সরকার

URL for PDF: Volume 1 – https://doc.liberationwarbangladesh.net/books/lshx/#p=3

Volume 2 –  https://doc.liberationwarbangladesh.net/books/ehrp/#p=8