আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে গ্রিন বিশ্ববিদ্যালয়ের ভাষাচর্চা কেন্দ্র ও গ্রিন ইউনিভার্সিটি ক্লাব ফর ল্যাঙ্গুয়েজেস এর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ভার্চুয়াল মাতৃভাষা উৎসব ২০২১। মূলত এদেশের নির্ভীক ও আত্মত্যাগী ভাষা সৈনিকদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের ভাষা বৈচিত্র্যের অন্বেষণ ও উদযাপনের লক্ষ্যেই এই সাত দিন ব্যাপী মাতৃভাষা উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের প্রথম দিনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক সিরাজুম মুনীরা, সহকারী অধ্যাপক ও ভাষাচর্চা কেন্দ্রের প্রধান, ইংরেজি বিভাগ, গ্রিন বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্মানিত প্রধান অতিথি, অধ্যাপক ডঃ মোঃ আব্দুর রাজ্জাক, মাননীয় উপ-উপাচার্য, গ্রিন বিশ্ববিদ্যালয়, সপ্তাহব্যাপী এ আয়োজনের গুরুত্বসমূহ তুলে ধরেন এবং উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাতৃভাষা উৎসব ২০২১ এর সামগ্রিক পরিচালনা ও তত্তাবধানের দায়িত্বরত তানজিয়া মোবারক, প্রভাষক, ইংরেজি বিভাগ, গ্রিন বিশ্ববিদ্যালয়। উৎসবের প্রথম দিনের আয়োজন্দের মধ্যে ছিলোঃ ১. গ্রিনের নানাভাষী শিক্ষার্থীদের উপস্থাপনা— যেখানে গ্রিনের চাকমা, ত্রিপুরা, বাংলা, হাজং এবং মারমাভাষী শিক্ষার্থীরা নিজ নিজ ভাষায় নিজেদের ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেছেন; এবং ২. আঞ্চলিক ভাষায় লড়াই প্রতিযোগিতা— যেখানে নিজ নিজ আঞ্চলিক ভাষায় নিজেদের অঞ্চলের ঐতিহ্যগুলো তুলে ধরেছেন গ্রিনের নানান জেলার শিক্ষার্থীরা।
মাতৃভাষা উৎসব ২০২১ এর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ছাত্র সম্মেলন— যেখানে বাংলাদেশ, চায়না, মায়ানমার ও ভারত থেকে শিক্ষার্থীরা যুক্ত হয়ে নিজ নিজ দেশের ভাষা ও ঐতিহ্যগুলো চমৎকারভাবে উপস্থাপন ধরেছেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডঃ মোঃ গোলাম সামদানী ফকির, মাননীয় উপাচার্য, গ্রিন বিশ্ববিদ্যালয়। পাশাপাশি উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নানা গবেষক, শিক্ষক ও ছাত্রবৃন্দ।
মাতৃভাষা উৎসব ২০২১ এর তৃতীয় দিনে আয়োজন করা হয় “সাহিত্য আড্ডা”— যেখানে গ্রিন ইউনিভার্সিটি ক্লাব ফর ল্যাগুয়েজেস থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের সংখ্যালঘু নৃগোষ্ঠী, বাংলাভাষার উৎপত্তি ও বিবর্তন, বাংলাদেশের মৌখিক ভাষাগুলো, এবং বাংলাদেশের মৌখিক সাহিত্যগুলো নিয়ে চমকপ্রদ তথ্য উপস্থাপন করেছে
মাতৃভাষা উৎসব ২০২১ এর চতুর্থ দিনে “অমর একুশে প্রমিত বাংলা বানান কুইজ প্রতিযোগিতা” আয়োজন করা হয়। কাহুট ও জুম অ্যাপের মাধ্যমে পরিচালিত এই কুইজ প্রতিযোগিতায় গ্রিনের সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অসাধারণ একটি লড়াইয়ের পরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
মাতৃভাষা উৎসব ২০২১ এর সর্বশেষ দিনে “বাংলার বিপন্নপ্রায় ভাষা পরিস্থিতি” শীর্ষক বিশেষ সেমিনার আয়োজন করা হয়। আন্তর্জাতিক এই সেমিনারে বাংলাদেশের বিপন্নপ্রায় ভাষা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সফিকুল ইসলাম, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, এবং পশ্চিমবঙ্গের বিপন্নপ্রায় ভাষা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আপূর্ব সাহা, ইংরেজি বিভাগ এবং বিপন্নপ্রায় ভাষাচর্চা কেন্দ্রের প্রধান, সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত।
সপ্তাহব্যাপী মাতৃভাষা উৎসবের নানা অনলাইন আয়োজনের পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিলো গ্রিন বিশ্ববিদ্যালয়ে “ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার ইউনিট” এর শুভ উদ্বোধন। এছাড়াও উৎসবের বিভিন্ন দিনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষক, গবেষক, ও লেখক যুক্ত থেকে আয়োজকদের অনুপ্রেরণা যুগিয়েছেন। গ্রিন বিশ্ববিদ্যালয়ের ভাষাচর্চা কেন্দ্রের শিক্ষকদের এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবের শিক্ষার্থীদের নানা প্রত্যক্ষ্য ও পরোক্ষ সহযোগিতায় উৎসবটি অত্যন্ত সফল ভাবে সম্পন্ন হয়েছে এবং ব্যাপক সাড়া জাগিয়েছে।
=======================================================================================================
As an effort to commemorate 21 February, the International Mother Language Day, Green University Language Center, under the guidance of the competent authority of Green University of Bangladesh (GUB) has successfully hosted the “International Mother Language Fest” for the first time from February 20 to February 26, 2021.
Students, who are on various educational levels from home and abroad, attended the events. Scholars on different academic and research backgrounds have graced the respective events.
The whole festival was designed in 4 events on separate days. Each event contained variations in conduction and judgment. First event was held on 20 February, 2021 which started through Inauguration Ceremony of the program and the Inauguration of “Indigenous Language and Culture Unit” of Green University Language Center. In the same event, “War of Regional Dialects in Bangla” took place. Students from Green University of Bangladesh participated in this event. A distinguished scholar from indigenous community graced this event. Second event on February 21, 2021, involved many local and international students through various contents. The expected contents were Poem Recitation, Story Telling, Representing National Symbol, and Ethnic Heritage Presentation through Language etc.
Third event appeared on stage on February 25, 2021 titled as “Amor Ekushey Correct Spelling Competition” arranged for Green University of Bangladesh students. The closing event held on February 26, 2021. A Panel Discussion on Endangered Languages conducted before the closing ceremony where the scholars and linguists from home and abroad facilitated the session.
The Event was organized by the faculty members Green University Language Center under the leadership of Ms. Serajum Munira, the director of Green University Language Center.