ভাষা ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র আয়োজিত মাতৃভাষা উৎসবের উদ্বোধন সংস্কৃতির ধারাকে সমুজ্জ্বল করার লক্ষ্যে এবং বাংলা ভাষা-সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বস্তরে আরো শুদ্ধভাবে বিকশিত ও গতিশীল করার প্রত্যয়ে ভাষা ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আয়োজন করেছে দুই সপ্তাহ ব্যাপি মাতৃভাষা উৎসব। এবারের উৎসবের মূল থিম ‘সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন’। বাঙালি সংস্কৃতির পাশাপাশি এই অঞ্চলের এবং আন্তর্জাতিক পর্যায়ের অন্যান্য দেশের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরাই এবারের উৎসবের উদ্দেশ্য। গতকাল বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে সিন্ডিকেট রুমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপাচার্য এবং ডিস্টিংগুইশড অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির, মাননীয় রেজিস্ট্রার ক্যাপ্টেন (নৌবাহিনী) শেখ মোহাম্মদ সালাউদ্দিন (এল পি আর)। আরও উপস্থিত ছিলেন ভাষা ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের পরিচালক ড. সিরাজুম মুনিরা (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ) এবং সম্মানিত শিক্ষকবৃন্দ।