সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে পূর্ণ সহযোগিতা থাকলে খুব দ্রুত বাংলাদেশ তার প্রযুক্তি খাতের লক্ষ্য পূরণে সক্ষম হবে।
পুরো প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রতিযোগিতায় প্রথম তিন দলের হাতে ইউএস-বাংলার সৌজন্যে ঢাকা-দুবাই-ঢাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ও ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ফ্লাইটের টিকিট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইউএস-বাংলা ছাড়াও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় থেরাপ বিডি লিমিটেড।